পৃষ্ঠাসমূহ

বুধবার, ১১ নভেম্বর, ২০১৫

বাড়িতে বসে নিজেই তৈরি করুন খাঁটি ঘি



তৈরির উপকরনঃ
১. দুধের সর- ৫ কেজি পরিমাণ
২. ঠাণ্ডা পানি- ২.৫ লিটার
৩. মাটির পাত্র বা মালশা- ১টি (সর ঘুঁটার জন্য)
৪. শিল-পাটা- (সর বাটার জন্য)
৫. কাঠের চামচ বা খুন্তি- ১টি (সর ঘুঁটার জন্য)

প্রস্তুত প্রনালিঃ
১. প্রথমে দুধের সর নিয়ে নিন আর দুধের সর বাটার জন্য একটি পরিষ্কার শিল-পাটা নিন। এরপরে দুধের সর অল্প পরিমাণে করে শিল-পাটাতে নিয়ে বাটতে থাকুন। বাটার সময় পানি দেয়া যাবেনা। সরের পরিমাণ যেহেতু বেশি তাই একবারে সবটুকু একসাথে বাটতে যাবেন না। অল্প অল্প করে সর নিয়ে বেটে নিতে হবে।

২. এবার একটি মাটির পাত্র বা মালশা নিয়ে নিন। তাতে বাটা সর থেকে অল্প অল্প করে নিয়ে কাঠের চামচ বা খুন্তি দিয়ে ঘুটতে থাকুন। এই প্রক্রিয়াটি যত দ্রুত সম্ভব ততো দ্রুত করতে হবে।

৩. ভাল করে ঘুটা হয়ে গেলে সর থেকে ক্রিম তৈরি হবে। এভাবে বাকি সর থেকেই ক্রিম তৈরি করে নিন।

৪. ক্রিম তৈরি হয়ে গেলে এর মধ্যে ঠাণ্ডা পানি দিতে হবে। ক্রিমের পরিমাণ অনুযায়ী পানি দিতে হবে।পানি দিয়ে ঘুঁটার পরে ক্রিম থেকে সাদা দুধের মত পানি বের হয়ে ক্রিম পরিষ্কার হয়ে ঘন ডো এর মত উপরে ভেসে উঠতে থাকবে। যখন ক্রিমের সবটুকু ডো পরিষ্কার হয়ে পানির উপরে উঠে আসবে তখন পানি থেকে ক্রিম ছেকে তুলে নিন এবং পানি ফেলে দিন। একবারে করা সম্ভব না হলে কয়েকবারে করতে হবে।

বুধবার, ৪ নভেম্বর, ২০১৫

নিজেই তৈরি করুন বিকালের নাস্তাঃ পিজা




উপকরণ: পাউরুটি ৮ স্লাইস, গরুর সামনের রানের হাড় ছাড়া মাংসের পাতলা টুকরা ৮ টি, সয়াসস ১ টেবিল-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, টমেটো ৮ টুকরা, ক্যাপসিকাম ৮ টুকরা, পনির কুচি আধা কাপ, মাখন ৫০ গ্রাম, টমেটো সস ৪ টেবিল-চামচ, ওরিগ্যানো ১ টেবিল-চামচ।

প্রণালি: মাংসের পাতলা টুকরা সয়াসস দিয়ে মাখিয়ে ২০-২৫ মিনিট রেখে দিন। ওভেনের ট্রেতে মাখন লাগিয়ে মাংসের টুকরা সাজিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে পাঁচ মিনিট রাখতে হবে। পাউরুটির পাশের অংশ বাদ দিয়ে মাখন লাগিয়ে ওভেনে দুই মিনিট রাখুন। ওভেন থেকে পাউরুটি বের করে তার ওপর মাংসের টুকরা রেখে তার গায়ে টমেটো সস অল্প মাখিয়ে নিন। এবার ক্যাপসিকাম স্লাইস, টমেটো স্লাইস রেখে গোলমরিচ গুঁড়া ও ওরিগ্যাানো ছিটিয়ে দিন।


এবার কিছু পনির দিয়ে প্রিহিটেড ওভেনে দুই মিনিট রেখে ইফতারির টেবিলে গরম গরম পিটা-পিৎজা পরিবেশন করুন।

নিজেই তৈরি করুন বিকালের নাস্তাঃ সিঙ্গারা



তৈরির উপকরণ :
ময়দা - ২ কাপ
কালজিরা - ১/২ চা চামচ
তেল - ২ ১/২ টেবিল চামচ
লবণ - ১/২ চা চামচ
বেকিং পাউডার - ১ চা চামচ (ঐচ্ছিক )







তৈরির প্রণালী 
সব উপকরণ একসাথে মিশিয়ে নিন।
পানি দিয়ে শক্ত ডো তৈরি করুন।
রুটির ডোর মতো ডো হবে। 
১ ঘণ্টা ঢেকে রাখুন।

পুর তৈরির উপকরণ :
আলু - ৩-৪ টি
পাঁচফোড়ন - ১/২ চা-চামচ
পেঁয়াজ কুচি - ১ কাপ
কাঁচামরিচ কুচি - স্বাদমতো
কাঁচা বাদাম - ২ টেবিল চামচ
মটর / ছোলা সিদ্ধ - ১/২ কাপ
রাঁধুনি বিফ মশলা - ১/২ প্যাকেট
তেজপাতা - ১-২ টি
তেল - ৩ টেবিল চামচ
লবন- পরিমানমতো


প্রণালী :
- আলু খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিন
- বাদাম কিছুক্ষন ভিজিয়ে রাখুন।
- প্যানে তেল গরম করে পাঁচফোড়ন দিন।
- এবার পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন।
- পেয়াজ ভাজা হয়ে গেলে সব মশলা দিয়ে দিন।
- মশলা ভাল করে কষিয়ে নিন।
- আলু , বাদাম ও পরিমানমতো পানি দিয়ে ঢেকে দিন।
- আলু সিদ্ধ হয়ে আসলে মটর দিয়ে দিন।
- ঝোল মাখা মাখা হয়ে আসলে নামিয়ে নিন।


সিঙ্গারার ভাজ :
ভাজ ছবিতে ভালভাবে দেখানো হয়েছে।
ভাজার প্রণালী :
- ডুবো তেলে ভাজতে হবে।
- তেল মৃদু আঁচে অনেকটা সময় গরম করে নিন।
- আচ বেশি হলে সিঙ্গারা বেশি বাদামি হয়ে যাবে।
- তিনটি করে সিঙ্গারা মৃদু আঁচে ১৫-২০ মিনিট ভাজুন।
- হালকা বাদামি ও মচমচে হলে নামিয়ে নিন।


টিপস :
* পাঁচফোড়ন পছন্দ না করলে পাঁচফোড়নের স্থানে সামান্য জিরা দিতে পারেন।
* আগে পুর ঠাণ্ডা করে নিয়ে সিঙ্গারার ভাজে দিবেন।
* আমি ঝটপট তৈরি করার জন্য রাঁধুনি প্যাকেট মশলা ব্যাবহার করি আপনারা ইচ্ছা করলে গুঁড়া ধনিয়া , জিরা , আদা ও রসুন বাটা দিতে পারেন।


পরিবেশন :

সস অথবা তেঁতুলের চাটনী দিয়ে বিকালের নাশতায় চায়ের সাথে গরম গরম পরিবেশন করুন।